October 11, 2024

২৪ ঘন্টার মধ্যে ফের ভাঙ্গন তৃণমূলে, বিজেপিতে যোগ দিলেন চার বিধায়ক

0
Advertisements

HnExpress জয় গুহ, কলকাতা ঃ আজই বিজেপিতে যোগ দিলেন নানুরের তৃণমূল নেতা গদাধর হাজরা। যোগ দিলেন বীরভূম যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। অনুব্রতর গড়ে তৃণমূলে লাগল বড়সড় ভাঙন, বিজেপিতে বিধায়ক মণিরুল সহ আরও ৪ জন নেতা। ফলে ফের বড়সড় ভাঙন রাজ্যের শাসকদলের ভিতর। তবে ভাঙন এবার অনুব্রতর গড়ে। বিজেপিতে যোগ দিলেন বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। উত্তরীয় পরিয়ে মণিরুল ইসলামকে বিজেপিতে আমন্ত্রণ জানান কৈলাস বিজয়বর্গীয়।

মুকুল রায়ের উপস্থিতিতেই বিজেপিতে যোগ দিলেন লাভপুরের বিধায়ক। একইসঙ্গে আজই বিজেপিতে যোগ দিলেন নানুরের তৃণমূল নেতা গদাধর হাজরা। তৃণমূলের অন্দরে গদাধর হাজরা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। পাশাপাশি বীরভূম যুব তৃণমূলের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল ও বীরভূমের তৃণমূল নেতা নিমাই দাসও আজ বিজেপিতে যোগ দিলেন।

উল্লেখ্য, সাতদফায় তৃণমূল কংগ্রেসকে ভাঙবে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার নয়াদিল্লিতে দলের কার্যালয়ে বসে এই হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানিয়েছেন, দ্বিতীয় দফায় ভাঙন ধরবে আগামী শনিবার, অর্থাৎ ১লা জুন। আরও একধাপ এগিয়ে বিজেপি নেতা মুকুল রায় বললেন, দ্বিতীয় দফায় তৃণমূল কংগ্রেসের ছ’জন বিধায়ক বিজেপিতে যোগদান করবেন। তবে তাঁরা কারা, সেবিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানাননি তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার-ই তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়েছে বিজেপি। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিজপুরের বিধায়ক মুকুল পুত্র শুভ্রাংশু রায়, বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় বিজেপিতে যোগ দিয়েছেন। একইসঙ্গে ব্যারাকপুর সংলগ্ন চারটি পুরসভার পঞ্চাশের বেশি কাউন্সিলর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।

Advertisements

Leave a Reply