December 10, 2024

২৩শে মে’র পর সব গদ্দারদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে: শুভেন্দু অধিকারী

0
Suvendu Tmc.jpg
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ : ২৩শে মে’র পর লোকসভা নির্বাচনের ফল দেখে তারপর একে একে গদ্দারদের খুঁজে বের করে তাদের শায়েস্তা করা হবে। এমনটাই হুমকি দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে খবর আসছে তৃণমূলের একাধিক নেতা কর্মী বিজেপি তথা মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। ঝোপ বুঝে কোপ মারার অপেক্ষায় রয়েছেন অনেকেই।

আর তাই ২৩শে মে ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন তিনি। এরপর প্রয়োজন হলে তৃণমূল থেকেই দলের ক্ষতি করার বরাত নিয়েছেন অনেকেই বলে খবর রয়েছে শুভেন্দু বাবুর কাছে। পাশাপাশি বিধানসভার আগে দলের ক্ষতি করতে কিছু লোক তৃণমূলের রয়েছেন বলে খবর পৌঁছেছে ঘাসফুল দলের শীর্ষ নেতৃত্বের কাছে। আর তাতেই চটেছেন শুভেন্দুবাবু। দুই মেদিনীপুর এলাকায় এই গদ্দার সাফাই অভিযান শুরু হবে বলে আগাম হুমকি দিয়ে রেখেছেন তিনি, সে যে যত বড় নেতা না নেত্রী হোক না কেন।

Advertisements

Leave a Reply