২০৫ কিমি বেগে ফণা তুলে ধেয়ে আসছে ভয়ংকর তান্ডব, যার নাম “ফণী”

0

HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছ্র গভীর নিম্নচাপের। আবহাওয়া সুত্রের খবর, যার ফলে ৩রা মে (শুক্রবার) বিকেল থেকে রাত বা ৪ঠা মে সকাল থেকেই ২০৫ কিমি বেগ কমতে কমতে পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঘুর্ণিঝড় “ফণী” আছড়ে পড়তে পারে বলে। আর তাই আবহাওয়া দপ্তর থেকে বার বার সর্তক বার্তা দেওয়া হচ্ছে নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায়।তাদের অনুমান, এর ফলে ৩রা মে বিকেল থেকে ৫ই মে পর্যন্ত অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্র। তবে বিশেষজ্ঞদের মতে যদি এই ঘুর্ণিঝড় শেষ পর্যন্ত উড়িষ্যা বা বাংলাদেশের দিকে না ঘুরে যায় তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গে সেই ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় ১০০ কিমি। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের হাত থেকে সাধারণ মানুষ কিছুটা নিস্তার পেলেও স্বস্তির শ্বাস নিতে পারবে না কৃষকেরা।তাই কৃষকদের কাছে পশ্চিমবঙ্গে সরকারের পক্ষ এর কৃষি দপ্তর থেকে আগাম আবেদন ও সর্তক বার্তা দেওয়া হয়েছে যে পাকা বোরোধান, মুগ, ভুট্টা, সূর্যমুখী ইত্যাদি ফসল আগামী ৩ রা মে’র মধ্যে যতটা সম্ভব কেটে ঝেড়ে খামারে তুলে নিন। লতানে সব্জির মাচা এবং পান বরজের চারিদিক খুঁটি পুঁতে শক্ত করে বেঁধে দিন, যাতে ঝড়ের দাপটে পড়ে না যায়। অন্যথায় ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মুখীন হতে হবে চাষি ভাইদের।অন্যদিকে আবার ভারতীয় রেল কর্তৃপক্ষ এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের প্রভাবে বড় রকম ক্ষতির আশঙ্কায় প্রায় ১০৩টি ট্রেন বাতিল করল। আগামী দুদিন দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন সেকশনের যে সব ট্রেন বাতিল করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো- আপ এবং ডাউন করমণ্ডল এক্সপ্রেস, চেন্নাই-সাঁতরাগাছি এসি এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল -হলদিয়া এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস, পুরী -হাওড়া শতাব্দী, পুরী-বারবিল এক্সপ্রেস, পুরী -হাওড়া ধৌলি, ভাস্কো দা গামা -হাওড়া অমরাবতী এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল -হাওড়া মেল, যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ -শালিমার সাপ্তাহিক, ত্রিবান্দ্রম -শালিমার এক্সপ্রেস, ভুবনেশ্বর -রৌরকেল্লা সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস, পুরী -হাওড়া এক্সপ্রেস, পুরী -হাওড়া শ্রীজগন্নাথ এক্সপ্রেস প্রভৃতি।

Leave a Reply

%d bloggers like this: