২০১৯ এর লোকসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হলেন দিব্যেন্দু অধিকারী
HnExpress অর্নব দেবনাথ, পূর্ব মেদিনীপুর ঃ তমলুক লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী ২০১৯ এর লোকসভার ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৮৯৭৪৯ টি ভোটে জয়ী হলেন। তার মোট ভোট প্রাপ্তি হলো ৭২১১৭৭। মা মাটি মানুষের আশির্বাদে আবার তিনি ওড়ালেন ঘাস ফুলের বিজয়ী পতাকা।
সারা রাজ্য জুড়ে যখন বিজেপির গেরুয়া ঝর বইছে ঠিক সেই সময় নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে পুনরায় নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের সুযোগ্য নেতৃত্ব দিব্যেন্দু অধিকারী।
প্রসঙ্গত, এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর ভোট পেয়েছেন ৫৩১৪২৮, সিপিএমের প্রার্থী সেক ইব্রাহিম আলি পেয়েছেন ১৩৫২৭৫, আর জাতীয় কংগ্রেস প্রার্থী লক্ষণ চন্দ্র শেঠ পেয়েছেন ১৫৭৮৬। তাই তমলুকে এখন বইছে সবুজের ঝড়।