২য় কাব্যগ্রন্থ “জেগে আছি” উদ্বোধন করলেন কবি কৃষ্ণা বসু
HnExpress অলোক আচার্য, বারাসাত ঃ আই.এ.এম বঙ্গীয় রাজ্যশাখার সভাপতি বারাসাত নিবাসী ডাক্তার তপনকুমার বিশ্বাসের ২য় কাব্যগ্রন্থ “জেগে আছি” গ্রন্থটির শুভ উদ্বোধন করলেন কবি ও সাহিত্যিক কৃষ্ণা বসু। বৃহস্পতিবার বিকেলে বারাসাত রবীন্দ্র ভবনে বইটির উন্মোচন করে কবি কৃষ্ণা বসু বলেন, “গ্রন্থ মানব সভ্যতার প্রাচীন সংস্কৃতি। গ্রন্থের কোন বিকল্প হয় না। বই মানুষকে শিক্ষিত করে তোলে। আজ এই তপনের এই কাব্যগ্রন্ মানুষকে পথ চলার এক দিশা দেখাল। সংস্কৃতি জাতিসত্তাকে এগিয়ে নিয়ে যায়।” তিনি শেষে মহিলাদের উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করে শোনান। এলাকার বিশিষ্ট সুচিকিৎসক ডাঃ বিশ্বাস রাত জেগে কবিতাগুলো লিখেছেন। মানুষকে জাগিয়ে রাখার জন্য তার এই নামকরণের সার্থকতা আমি কামনা করি। এছাড়া বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখার্জী সহ উপস্থিত ছিলেন ডাঃ দিপালী বিশ্বাস, ডাঃ রত্না চ্যাটার্জী, কবি রাখালরাজ চট্টোপাধ্যায়, ডাঃ পারিজাত বিকাশ রায়, রবীন্দ্রনাথ রায়, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, কবি রমা মণ্ডল প্রমুখ। বাউল সঙ্গীত পরিবেশন করেন গণেশ চন্দ্র রায় বাউল ও তাঁর সম্প্রদায়। অনুষ্ঠানের আয়োজক বারাসাত উত্তরণ সাংস্কৃতিক সংস্থার সম্পাদক মলয় ভট্টাচার্য। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিকশিল্পী ও সাংবাদিক বিপ্রতীপ দে।