১৮ বছরের বেশি বয়সীদের টিকা দিচ্ছে সিজিএইচএস
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ ১৮ বছরের বেশি বয়েসের সব নাগরিককেই কোভিডের টিকা দেবার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প সংস্থা সিজিএইচএস। বিধাননগর এর আইসি ব্লকে অবস্থিত এই সিজিএইচএস এর পলি ক্লিনিকে প্রায় মাস খানেক ধরে কোভিডের যে টিকা শিবির চলছে সেখানেই এবার ১৮ থেকে ৪৫ বছর বয়সী নাগরিকদের এই টিকা দেওয়া হবে বলে জানা গেছে।
একথা জানিয়ে সংস্থার অতিরিক্ত মহা নির্দেশক ডাঃ এন সি দেববর্মণ বলেন কলকাতা দেশের তৃতীয় শহর যেখানে সিজিএইচএস এই টিকা শিবির করছে। শিবিরের ভারপ্রাপ্ত আধিকারিক ডাঃ সঞ্জীব চন্দ্র দাশ জানান সিজিএইচএস মূলত কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের চিকিৎসা পরিষেবা দেবার সংস্থা হলেও এই অতিমারি মোকাবিলায় সকল নাগরিকের জন্যই এই সংস্থা টিকা দেবার ব্যবস্থা করেছে।
শিবিরের নোডাল অফিসার ডাঃ দীপঙ্কর সমাজপতি বলেন ১৮ বছরের উর্ধ্বে টিকার যে সমস্যা ছিল তার সমাধানে এই শিবির যথেষ্ট সহায়ক হবে। সকাল সাড়ে সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এখানে টিকা দেওয়া হচ্ছে।