তৃণমূলের ১০০ জন বিধায়ক যোগাযোগ রাখছেন বিজেপির সাথে ঃ দিলীপ ঘোষ

0

HnExpress ভাস্কর বাগচি, শিলিগুড়ি ঃ গত ২৯ এপ্রিল শ্রীরামপুরের জনসভায় দলীয় প্রার্থীর প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বাংলার ৪০ জন বিধায়ক দিল্লিতে যোগাযোগ রাখছেন আমার সাথে।

আর এদিন সেইরূপ দাবিকে আরো বাড়িয়ে দিলীপ বাবু শিলিগুড়িতে বললেন, শুধু ৪০ জন বিধায়ক দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেছে তাই নয়, বরং কলকাতায় ১০০ জন বিধায়ক বিজেপির সাথে যোগাযোগ রাখছেন।

তিনি আরোও বলেন ২৩ শে মে এর পর যে কোনো সময় বদলে যেতে পারে বাংলা সরকার এর এই “১৯শে হাফ-২১সে সাফ” মনোভাব। এই ভাবেই তৃণমূলে বড়োসড়ো ভাঙ্গন ধরানোর আশায় বিজেপি দিন গুনচ্ছে।

Leave a Reply

%d bloggers like this: