September 9, 2024

হোলির দিন করিমপুরগামী বাসস্ট্যান্ডের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়ে রইল কৃষ্ণনগরবাসী

0
Advertisements

HnExpress সুদীপ ঘোষ, কৃষ্ণনগর ঃ দোলযাত্রার দিন যখন সমস্ত শহরবাসী সারাদিন হোলি উৎসবে মাতোয়ারা হয়ে পরিশ্রান্ত দেহে একটু বিশ্রামের খোঁজে বাড়ি গেছে। ঠিক তার কিছু সময়ে পর রাত প্রায় ১টা নাগাদ নদীয়ার কৃষ্ণনগরবাসী সাক্ষী হয়ে থাকলো এক ভয়াবহ অগ্নিকাণ্ডের। নদীয়ার কৃষ্ণনগরের করিমপুর গামী বাসস্ট্যান্ডে এদিন ঘটে গেলো এক ভয়াবহ অগ্নিকান্ড। লেলিহান শিখায়ে দাউ দাউ করে জ্বলতে থাকলো ৫ টি বড় বড় বাস।

বাসস্ট্যান্ড সূত্রের খবর, কিছু বাস কর্মী একটি বাসের মধ্যে হোলির দিন রাতে পিকনিকের আয়োজনের ব্যাবস্থা করে। কিন্তু শুধু সেই কারণেই কি বাসের মধ্যে অগ্নি সংযোগ ঘটল? আর সে নিয়ে ঘটনাস্থলের প্রতক্ষ্যদর্শীদের প্রশ্ন করলেই সবাই মুখে কুলুপ আটল, কিন্তু কেন?

অন্যদিকে, ঘটনাস্থলে দমকল কর্মীর দেরিতে আসা নিয়ে অনেকেই উৎবেগ প্রকাশ করেন।খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান অসীম সাহা। এই ভয়াবহ আতঙ্কজনিত অবস্থায় সেখানে হাজির হয় কৃষ্ণনগর এর সকল বাসের মালিক ও বাস কর্মীসহ এলাকার প্রচুর মানুষ। সবার মনে মধ্যে বিশাল আতঙ্কের সৃষ্টি হয় এদিন।

Advertisements

Leave a Reply