হাসি এবং বিষণ্নতা নিয়েই সম্পন্ন হলো কালীঘাটের তৃণমূল কংগ্রেসের একান্ত বৈঠক
HnExpress জয় গুহ ঃ গেরুয়া ঝড়ে বাংলায় কার্যত ‘তছনছ’ তৃণমূল ব্রিগেড। ফলে লোকসভা নির্বাচনে দলের হারের চুলচেরা বিশ্লেষণ করতে গতকাল জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাসভবনেই বিকেল ৪টেয় বৈঠকে বসেছিলেন তৃণমূল এর সুপ্রিমো। বৈঠকে যোগ দিয়েছেন দলের সব জয়ী ও পরাজিত প্রার্থীরা।
মালদা উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মৌসম বেনেজির নূর। বিজেপি প্রার্থী খগেন মূর্মূর কাছে পরাজিত হন তিনি।
বাঁকুড়া থেকে প্রার্থী হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। বিজেপির সুভাষ হাজরার কাছে পরাজিত হয়েছেন তিনি। উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণ থেকে জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়। কালীঘাটে কৃষ্ণনগরে তৃণমূলের জয়ী প্রার্থী মহুয়া মৈত্রও উপস্থিত ছিলেন এদিন।
এছাড়াও প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতেছেন হাওড়া থেকে। দমদম থেকে জিতেছেন সৌগত রায়। হ্যাট্রিক করেছেন তিনি। কালীঘাটে দেখা মিলল মেয়র ববি হাকিমেরও। এর পাশাপাশি ছিলেন কাকলী ঘোষ দস্তিদার, বারাসাতে এই বিজেতাও ধরা দিলেন কালীঘাটে মমতার বাডির সামনে।
এখানে দেখা মিলল জ্যোতিপ্রিয় মল্লিকের। সাথে ছিলেন পরাজিত বালুর ঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। ছিলেন নতুন মুখ যাদবুপরে প্রার্থী বিজয়ী মিমি চক্রবর্তী। প্রথমবার দাঁড়িয়েই ভোটে জিতে কালীঘাটে হাসি মুখে মিমি। আবার মদন মিত্রকেও বেশ।খোশ মেজাজে দেখা গেল কালীঘাটে। ছিলেন বসিরহাটের জয়ী তৃণমূল প্রার্থী নুসরত জাহানও।