হালিশহরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত চার তৃণমূল কর্মী

HnExpress নিজস্ব প্রতিনিধি, হালিশহর : ফের দলীয় কর্মীদের মারধরের ঘটনা ঘটল হালিশহরে। শনিবার রাত ১০টা নাগাদ হালিশহর রামপ্রসাদ ঘাটের ঘটনা। এদিন অন্যান্য দিনের মতোই রামপ্রসাদ ঘাট বাসস্টপে বসেছিলেন চার-পাঁচজন তৃণমূল কর্মী দীপ, বুম্বা, শিবু্, মঙ্গল-সহ কয়েকজন। হঠাৎ মেলপুকুর পাড়ের রাজা, গজা ও বাণীমন্দির এলাকার মানিক মালো তাদের দলবল মিলে দীপ, বুম্বা ও শিবুর ওপর অতর্কিতে অস্ত্র নিয়ে হামলা চালায়।
আক্রান্তরা সকলেই পুরপ্রধান অংশুমান রায়ের অনুগামী বলে পরিচিত। আবার ওই তিনজনের দুষ্কৃতী হিসেবে যথেষ্ট নামডাক আছে এলাকায়। এরা সকলেই হালিশহরের আর তৃণমূল নেতার ছত্রছায়ায় লালিত-পালিত হন বলে সূত্রের খবর। আক্রান্ত চার যুবক বীজপুর থানায় অভিযোগ দায়ের করেছে। আগ্নেয়াস্ত্রর বাঁটের আঘাতে দীপের মাথা ফেটে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় বীজপুর পুলিশ তাকে কল্যাণীর হাসপাতালে তখুনি পাঠিয়ে দেয়।
অভিযোগ, মানিক ও রাজা, গজা সবাই মদ্যপ অবস্থায় ছিল। আক্রান্তরা আরও জানান, অভিযুক্তরা মারার সময় একটাই কথা বলছিল যে, যে বা যারা চেয়ারম্যানের সঙ্গে থেকে হালিশহরে ৬ নম্বর ওয়ার্ডে ভরাট পুকুর খুঁড়িয়েছে তাদের কেউ বাদ যাবে না।