হালিশহরে গুলিতে আহত যুবক, ধৃত অভিযুক্ত
HnExpress দেবাশিস রায়, হালিশহর : ফের উত্তপ্ত হল হালিশহর। প্রকাশ্যে চলল গুলি। আর তাতে আহত হলেন রাজেশ ঠাকুর ওরফে পিন্টু নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে হালিশহর ১৩ নম্বর ওয়ার্ডের পল্লি উন্নয়ন সমিতির কাছে। ঘটনা সূত্রে প্রকাশ, ২১ সেপ্টেম্বর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ পিন্টুকে লক্ষ্য করে গুলি চালায় শুভ নামে আরেক যুবক।
গুলি লাগে পিন্টুর পায়ে। জানা গেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে গোল বাধে দুজনের মধ্যে। বচসার মাঝেই গুলি চালায় শুভ। পিন্টুকে সঙ্গে সঙ্গে কল্যাণীর জে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় এলাকায় চান্চল্য ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বীজপুর থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশি তল্লাশিতে ধরা পড়ে শুভ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটি। আরও জানা গেছে, আততায়ী শুভ স্থানীয় সূরজ মাহাতোর অনুগামী বলে পরিচিত।
ঘটনা সম্পর্কে সেই ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। স্বভাবতই এই গুলিচালনার ঘটনায় তাঁর বক্তব্যও জানা যায়নি।