হালিশহরে কুমারী পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে


HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : বাঙলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সর্বত্র এখন সেই উৎসবকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। কিন্তু হালিশহরবাসীর কাছে এই উৎসবের শ্রেষ্ঠ আকর্ষণ পোড়ো বারোয়ারিতলার দুর্গোৎসব ঘিরে। তার কারণ এটিই একমাত্র বারোয়ারি পুজো যেখানে শাস্ত্রীয় রীতি মেনে পুজো হয়। পাশাপাশি একমাত্র এই বারোয়ারি তলাতেই অনুষ্ঠিত হয় কুমারী পুজো। দীর্ঘ ২১বছর পেরিয়ে এবার ২২তম বর্ষের আয়োজন। তাই এবার ২১জন কুমারীকে অষ্টমীর দিন পুজো করা হবে বলে সংস্থার সম্পাদক চন্দ্রোদয় চক্রবর্তী জানিয়েছেন।

যেকোনও প্রান্তের মানুষ এই কুমারী পুজোয় অংশ নিতে পারেন। তিনি আরো জানান, এই কুমারীদের আগে রামপ্রসাদের প্রসাদভিটেতে জগদীশ্বরী মায়ের কাছে নিয়ে গিয়ে আশীর্বাদ করা হয়। তারপর সারা রাস্তায় কাপড় বিছিয়ে তাদের আনা হয় মূল মণ্ডপে। সেখানে চলে পূজার্চনা।
ইতিমধ্যে পোড়ো বারোয়ারি সংস্থা গড়ে তুলেছে স্থায়ী পুজো মণ্ডপ। সেই মণ্ডপেই প্রতি বছরের মতো এবারও খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন পুরপ্রধান অংশুমান রায় সমাজসেবী শুভঙ্কর ঘোষ, প্রসূন ঘোষাল ও স্বরূপ গাঙ্গুলি-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: