September 10, 2024

হার্নেটের প্রাক্তনীদের মিলন উৎসব

0
Advertisements

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : কাঁচরাপাড়ার স্বনামধন্য স্কুলের ১৯৭৯ ব্যাচের ছাত্রদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও পালিত হল মিলন উৎসব। কাঁচরাপাড়া কাজি নজরুল ইসলাম ইনস্টিটিউটে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এই উৎসব। শেষ হয় রাতে। সারাদিন ধরে স্বপরিবারে চলা এই উৎসবের অঙ্গ হিসেবে ছিল রক্তদান, সঙ্গীতানুষ্ঠান ও স্কুলভিত্তিক অন্ত্যাক্ষরী প্রতিযোগিতা।

সংস্থা সূত্রে জানা গেছে, সদস্য ছাড়াও তাঁদের পরিবারের স্ত্রী ও সন্তানরাও এই রক্তদান শিবিরে অংশ নেন। মোট ৬২ জন রক্তদান করেছেন বলেও খবর রয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত স্কুলভিত্তিক অন্ত্যাক্ষরী প্রতিযোগিতায় প্রথম হয় পলিটেকনিক গার্লস হাইস্কুল, দ্বিতীয় কাঁটাগন্জের আদর্শ শিক্ষায়তন এবং তৃতীয় হালিশহর বয়েজ হাইস্কুল।

উল্লেখ্য, বছরে একটি দিনে নয়, সারা বছর ধরে কখনও দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী প্রদান, কখনও দুঃস্থ মানুষদের পোশাক দিয়ে চলে সংস্থার নানান সামাজিক কাজ। আর এজন্য সংস্থার সমস্ত সদস্যের পাশাপাশি স্থানীয় চিকিৎসক তপন ত্রিবেদীর অবদান অনস্বীকার্য।

Advertisements

Leave a Reply