September 9, 2024

ঝাড়গ্রামে হাতি তাড়াতে গিয়ে আহত দুই হুলা পার্টীর কর্মী

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : গতকাল হাতির হানায় গুরুত্বর আহত দুই ব্যক্তি। আহত ব্যক্তিরা হলেন, সমীর মাহাত ও লগেন মাহাত। এদিন ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের তপোবন এর জঙ্গলে। গুরুতর আহত দুই ব্যাক্তিকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে, সুত্রের খবরে জানা গেছে, আহত দুই ব্যাক্তী হল হুলা পার্টীর কর্মী। বাড়ি নয়াগ্রামের চাঁদাবিলা গ্রামে, গতকাল রাত্রে নয়াগ্রামে প্রায় ৪০ টি হাতির পাল ঢুকেছে, যাতে ক্ষয়খতি না করতে পারে তার জন্য হুলা পার্টীর কর্মীরা হাতির পাল তাডাতে যায় এবং হাতি তাড়াতে গিয়ে আহত হয় দুই হুলাপার্টীর কর্মী, তাদের তখনই মেদিনীপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisements

Leave a Reply