হাওড়ায় শুরু হল চতুর্থ ফুল মেলা

HnExpress নিজস্ব প্রতিনিধি, হাওড়া ঃ বৃহস্পতিবার অজস্র ফুলের গন্ধে ভাসলো হাওড়া জেলা। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে চতুর্থ হাওড়া ফুল মেলা উদ্বোধন করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায় সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ। এই অনুষ্ঠানের আয়োজনে ছিল হাওড়া বৃক্ষ ও পুষ্প প্রেমী সংগঠন। প্রথম দিনেই উপচে পড়া মানুষের ঢল ছিও চোখে পড়ার মতো। আর এই মেলা চলাকালীন থাকচ্ছে একেকদিন একেকরকম সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ফুল মেলা আজ থেকে শুরু হয়ে চলবে সারা জানুয়ারী মাস পর্যন্ত।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: