অনুষ্ঠিত হল হাইড্রেনের শুভ উদ্বোধন
HnExpress অর্ণব দেবনাথ, হলদিয়া : পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় হলদিয়া পৌরসভার উদ্যোগে ১৫ নং ওয়ার্ডের সুকান্ত নগরে দেভোগ পোস্ট অফিস হইতে বাবাজী বাসা পর্যন্ত হাই ড্রেনের শুভ উদ্বোধন হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর তথা হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সেক আজিজুল রহমান।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল, চেয়ারম্যান ইন কাউন্সিল নারায়ণ চন্দ্র প্রামানিক, চেয়ারম্যান ইন কাউন্সিল জয়ন্তী দন্ডপাঠ রায়, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর গোপাল চন্দ্র দাস প্রমুখ। হলদিয়া পৌরসভার সহযোগিতায় এই হাইড্রেন হওয়ার ফলে এলাকাবাসী খুব খুশি। এলাকাবাসী পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান।কারণ প্রতিবছর বর্ষাকালে অতিরিক্ত জল হলে এই সব এরিয়া জলমগ্ন হয়ে যায়। এই হাইড্রেন হওয়ার ফলে এই জায়গায় জল জমে যাওয়ার আর কোন ভয় থাকবেনা।