হলদিয়া রিফাইনারি, লায়েন্স ক্লাব ও পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের উদ্যোগে বিনামূল্যে এলিডি বাল্ব, চশমা ইত্যাদি বিতরণ করা হয়
HnExpress অর্নব দেবনাথ, হলদিয়া : হলদিয়া মেলাতে হলদিয়া রিফাইনারী ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ ১০০০ এলেডি বাল্ব বিতরণ করলেন। হলদিয়া এলাকায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী ব্যাক্তিদের হাতে স্বচ্ছ ভারত, ক্লিন এনার্জির বার্তাবহ এই বাল্ব বিলি করা হয়। হলদিয়ার শিল্প মেলায় সি এস আর প্রকল্পের অধীনে বিদ্যুৎ সংরক্ষণের ব্যাপারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন। এছাড়াও প্লাস্টিক মুক্ত হলদিয়া গড়ার লক্ষে ও দূষণ মুক্ত করতে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের উদ্যোগে চারা গাছ ও জুটের ব্যাগ বিতরণ করা হয়।
এছাড়াও লায়েন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী, হলদিয়া রিফাইনারীর এক্সিউটিভ অফিসার চন্দ্র কান্ত তেওয়ারী, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক, হলদিয়া উন্নয়ন পরিষদের সি.ই.ও ভিবু গোয়েল।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন হলদিয়ার এস.ডি.ও কুহুক ভূষণ, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল আজিজুল রহমান, লায়ন্স ক্লাবের কর্মকর্তা শ্যামা প্রসাদ ব্যানার্জী প্রমুখ। পশ্চিমবঙ্গ সরাকারের মন্ত্রী শুভেন্দু অধিকারী নিজ হাতে বেশ কিছু ব্যাক্তিকে চশমা, চারাগাছ সহ জুটের ব্যাগ তুলে দেন। এদিন শুভেন্দু অধিকারী হলদিয়া রিফাইনারি ও লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান।