হলদিয়া মাতালেন বলিউডের খ্যাতনামা গায়ক গুরু রানধাওয়ান
HnExpress নিজস্ব প্রতিনিধি, হলদিয়া : ২৯ জানুয়ারি হলদিয়া মেলাতে সঙ্গীত পরিবেশন করলেন বলিউডের খ্যাতনামা গায়ক গুরু রানধাওয়া। লক্ষ্য লক্ষ্য মানুষের ভীড়ে হলদিয়া মেলা কমিটি বেসামাল। পুলিশ জনতার খন্ড যুদ্ধে মেলার হাজারের বেশি চেয়ার ভাঙচুর, বহু মানুষ আহত। অনুষ্ঠান নির্ধারিত সময়ে শেষ হওয়ার আগে পরিস্থিতি এতোটাই খারাপের দিকে পৌছায় যে শিল্পী নিজে স্টেজ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। মেলা কমিটির এক অন্যতম সদস্য নাম জানাতে অনিচ্ছুক, তিনি বলেন শুধু পুলিশ দিয়ে কখনো মেলা পরিচালনা করা সম্ভব নয়। এই প্রথম হলদিয়ার হলদিয়া মেলা স্থানীয় স্বেচ্ছাসেবক বাদ দিয়ে মেলা পরিচালনা করা হচ্ছে। এর আগে যতবার হলদিয়া মেলা অনুষ্ঠিত হয়েছে সব বারেই এলাকার স্থানীয় স্বেচ্ছা সেবকদের দিয়ে সুশৃঙ্খল ভাবে মেলা পরিচালিত করা হয়েছে।
আর তাই এর আগে কখনো এই ভাবে ঘটনা ঘটেনি।পুলিশের সাথে সাথে স্থানিয় স্বেচ্ছা সেবক যৌথভাবে রেখে এই মেলা সম্পূর্ণ করা উচিত। এই ঘটনার ফলে হলদিয়া মেলার ভাবমূর্তি অনেকটা হলেও ক্ষুর্ণ হয়।স্থানিয় মানুষের দাবি মেলা কমিটি স্থানীয় লোক জনদের সাথে না নিয়ে নিজেদের মতো করে মেলা পরিচালনা করছে এর ফলে স্থানীয় মানুষের ক্ষোভ রয়েছে মেলা কমিটির প্রতি।
দীর্ঘদিন ধরে অনেকে এই মেলার সাথে যুক্ত তাদের কে মেলা কমিটি মধ্যে থেকে বাদ দিয়েছে তাদের কোন পরামর্শ নেওয়া হয়নি।সামান্য ভি আই পি ও ভি ভি আই পি কার্ড নিয়ে দলবাজি করা হয়েছে। বর্তমান মেলা কমিটির অনান্য গুরুত্বপূর্ণ সদস্যরা মেলা সাথে থেকেও ক্ষোভ প্রকাশ করেছেন মেলা কমিটির মধ্যে সমস্ত দায়িত্ব ভাগ করে দিয়ে সবাইকে যে যার দায়িত্ব দিয়ে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া উচিত। এখানে সবকাজ যদি কেউ ভাবে আমি একাহাতে একা সামলাবো তাহলে কোনদিন সম্ভব নয় এই ভাবে চলার পথে বাড়ে বাড়ে হোচুট খেতে হবে।এই ঘটনার পর মেলা কমিটির সচেতন হওয়া উচিত।