November 5, 2024

হলদিয়ার ভবানীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে, চালক সহ মৃত ১

0
Advertisements

HnExpress অর্নব দেবনাথ, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প শহরের ভবানীপুর নামক গ্রামের ১৯ নং ওয়ার্ডে জেলখানা মোড়ের কাছে মাইতি পাড়াতে ঢালাই রাস্তা দিয়ে একটি চারচাকা গাড়ি আসার সময় রাস্তার ধারে বাঁক ঘুরতে গিয়ে, রাস্তার ধারেরই একটি পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পড়ে যায়। গাড়িটি সাথে সাথে জলে ডুবে যাওয়ায় ভেতরে থাকা দুই জন আরোহী, একজনের নাম রাম নারায়ণ মন্ডল বয়স ৪২, আর একজনের নাম গুরুপদ সিং বয়স ৪৫ বের হতে পারে না। গাড়িটি অতি শীঘ্রই ডুবে যাওয়ার ফলে দুইজনেই গাড়ির মধ্য থেকে না বেরতে পারার ফলে দম আটকে গাড়ির মধ্যে মারা যান।

পরে লোকাল ভবানীপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনার স্থলে এসে লোকাল লোক জনের সহযোগিতায় গাড়িটিকে জল থেকে টেনে তোলা হয়, যদিও ততক্ষণে দুই জনের কেউই আর বেঁচে নেই। স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় গুরুপদ সিং গাড়ি চালাচ্ছিল পাশে রাম নারায়ণ মন্ডল বসে ছিলেন, দুই জনেই নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। সুত্রের খবর, দুইজনের বাড়িই ভবানীপুর এলাকার নিবেদিতা নগরে। গুরুপদ সিং সিপিটি’র মেরিনে পার্মান্যান্ট সার্ভিস করেন আর রাম নারায়ণ মন্ডলের একটি ভুসিমাল এর দোকান রয়েছে। তবে এদের মৃত্যুর ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Advertisements

Leave a Reply