হলদিয়া পৌরসভার সহযোগিতায় শুভ সূচনা হলো পথবাতির

HnExpress নিজস্ব প্রতিনিধি, হলদিয়া : হলদিয়া ২১ নং ওয়ার্ডে দাস পাড়া থেকে বেরা পাড়া, ভীম পাড়া হয়ে জানা পাড়া পর্যন্ত এল.এ.ডি. পথ বাতির কাজের শুভ সূচনা করলেন হলদিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর দীপক পন্ডা, উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দোলাই সহ স্থানীয় নেতৃত্ব গণ।
এই পথবাতি লাগানোর ফলে এলাকাবাসী খুব খুশি। স্থানীয় যুবক উত্তম বেরা বলেন আমাদের এরিয়ার দীর্ঘদিনের দাবি আজ পূরণ করলেন হলদিয়া পৌরসভা। তাই হলদিয়া পৌরসভাকে আমার পক্ষ থেকে ও এলাকা বাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।