January 21, 2025

হটাৎই জয় শ্রীরাম শ্লোগানে কেঁপে উঠল ১০৬ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের চত্বর

0
Advertisements

HnExpress রূপা বিশ্বাস, কলকাতা ঃ বাংলার দিকে দিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মেতেছে বাংলা। অবশেষে কিনা বাদ গেলনা পড়ুয়াদের শিক্ষাঙ্গন। জানা যায়, সম্প্রতি ষষ্ঠ পে কমিশনের দাবিতে এবার শিক্ষাঙ্গনেও শুরু হল ‘জয় শ্রী রাম’ শ্লোগান। রাজনৈতিক ক্ষোভ হোক বা বেতন না বাড়ানোর ক্ষোভ। সমস্ত কিছুর দাবি নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে এই শ্লোগানকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র অনুসারে, গত শুক্রবারে পে কমিশনের দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অশিক্ষক কর্মীরা মিলে এই বিক্ষোভ শুরু করে।
সেই বিক্ষোভের মধ্যেই তাঁরা হটাৎই ‘জয় শ্রী রাম’ শ্লোগান তুলে ধরে। সূত্রে আরও জানা যায় যে, বিদ্যাসাগরের মূর্তিতে মালা পরিয়ে এই বিক্ষোভ শুরু হয়। তিনটি সংগঠন একত্রিত হয়ে এদিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই আন্দোলন চালায়।

এই আন্দলনের মুখ্য ভূমিকায় ছিলেন, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ কর্মচারী ইউনিয়নরা। সাথে সহযোগিতায় ছিলেন সরকারি কর্মচারী পরিষদ সহ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারী ট্রেনিং টিচারস অ্যাসোসিয়েশন। জানা যায় যে, মূলত তাদের উদ্দেশ্য ছিল পে কমিশনের চেয়ার পার্সন সরকারের কুশ পুতুল পোড়ানোই। আর সেই কুশ পুতুল পোড়ানোর আগের মুহুর্তেই কলকাতা বিশ্ববিদ্যালয় এর প্রাঙ্গনে তাঁরা ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করে। এখন প্রশ্ন উঠছে, শিক্ষাঙ্গনের মধ্যে ‘জয় শ্রী রাম’ স্লোগান কি কোনো ভাবেই মানায়? কেন কি স্কুল কলেজ বা বেতনের সঙ্গে রামের কোন সম্পর্ক আছে বলে ইতিহাস বা পূরাণে তার কোনো উল্লেখ নেই।

তবে তার উত্তর স্বরুপ এদিন সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশীষ সিংহ বললেন, শিক্ষাঙ্গনে রামের স্লোগান দেওয়া নিয়েই বা কিসের অসুবিধা? ভারতবর্ষের এখন কেন্দ্রিয় চরিত্রই হলেন শ্রীরাম। তিনি আরও বললেন যে, আমরা রামকেই পুজা করি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা রামকেই শ্মরণ করে এসেছি। আর মানব জাতির কেন্দ্রিয় চরিত্র যদি কেউ হয় তাহলে তার নাম নিতে কিসের এত অসুবিধা। এখন দেখার বিষয় যে, শিক্ষাঙ্গনে হওয়া এই ধর্মীয় রাজনীতিকে কি ভাবে বা কোন্ প্রক্রিয়ায় সরকার পক্ষ দমন করেন।

সারা দেশ তথা রাজ্যের ও প্রতিটি জেলার সব ধরনের খবরের আপডেট পেতে হলে চোখ রাখুন আমাদের ডিজিটাল মিডিয়ায়, আর নিউজ দেখতে ক্লিক করুন ঃ www.hnexpress.co.in এর লিংকে।

ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেল লিংক ঃ- https://www.youtube.com/channel/UCnNOW1q4Hnyap8fsI4b-_rA

Advertisements

Leave a Reply