“স্মরণে-বরণে উত্তমে-তরুনে” এক মনোরম স্মরণীয় সন্ধ্যা

0

HnExpress  পার্থ পাল, কলকাতা : অমর শিল্পী তুমি কিশোর কুমার, অনেক বার শুনেছি কিন্তু অমর শিল্পী তুমি যে মহানায়ক উত্তম কুমার, তরুন কুমার এভাবেও যে শুনবো ভাবিনি। তাঁদেরকেই পুনরায় স্মরণ করতে গতকাল মহাজাতি সদনে লাইম লাইট এর পরিচালনায় এক অভিনব পরিকল্পনায় পাওয়া গেলো তারই ছোঁয়া। শুক্রবার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো একটি অনুষ্ঠান স্মরণে-বরণে উত্তমে-তরুনে।

14-Sep2018-17

এই মঞ্চ থেকে “নতুন তীর্থ” নামক এই মহান শিল্পীদের চিরস্মরণীয় করে রাখতে তাদের নানান ধরনের কাজ কে মনে রাখতে একটা সংগ্রহশালা গড়ার প্রস্তাব রাখা হয়। যেখানে শিল্পীদের ব্যবহৃত জিনিস পোস্টার, প্রচার পুস্তিকা, গানের সংকলিত এলবাম, বহু মূল্যবান ছবি ইত্যাদি। ভবিষৎ প্রজন্মের কাছে তুলে ধরে রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকদের পক্ষে দেবব্রত রায় চৌধুরী ও সঞ্জয় মুখার্জী।

পাশাপাশি তরুণ কুমারের নামাঙ্কিত একটি লোকশিক্ষার থিয়েটার হল নবরূপে গড়ার প্রস্তাব দেওয়া হয়। নতুন তীর্থের পক্ষে মহানায়কের পরিবার থেকে তাঁর নাতি নাতনী যথা গৌরব চ্যাটার্জী, মনামী ব্যানার্জী, সৌরভ ব্যানার্জী প্রমুখরা এই দাবী রাখেন সরকারের কাছে।

14-Sep2018-18.gif

অন্যদিকে চলতে থাকে, স্মরণে, বরণে, গল্পে, গানে, ভূষণে, মরমে রচিত এক অনন্য সাস্কৃতিক সন্ধ্যা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য টলিউড অভিনেতা মনু মুখার্জী, রত্না ঘোষাল, সাবিত্রী চ্যাটার্জী, লিলি চক্রবর্তী, প্রমুখ। সাথে এই অনুষ্ঠানে এক আলাদা মাত্রা দেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও মনোময় -র মনোরম সঙ্গীত।

অনুষ্ঠানে প্রত্যেকে তাদের বুকের ভেতর জমে থাকা উত্তম ও তরুণ কুমারের স্মৃতিকে সবার সামনে তুলে ধরেন। তাদের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন মহানায়ক সত্যি আমাদের সামনেই বসে আছেন। মঞ্চে উপস্থিত প্রত্যেক অভিনেতা ও কলাকুশলীদের এই অনুষ্ঠানে লাইম লাইট এর পক্ষ থেকে ২০১৮ সন্মান প্রদান করা হয়। উত্তম কুমার, তরুণ কুমার এর বংশের বর্তমান প্রজন্মরাও এদিনের অনুষ্ঠানে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

%d bloggers like this: