January 14, 2025

স্বাস্থ্য পরিষেবায় আরও একধাপ এগোল টিটাগড় পুরসভা

0
Advertisements

HnExpress দেবনাথ চক্রবর্তী, বারাকপুর : টিটাগড় পুরসভার মাতৃসদন হাসপাতালে চালু হল অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিট। এর শুভ উদ্বোধন করেন বারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী।
পুর কর্তৃপক্ষের তরফে জানা গেছে, মোট কুড়ি লক্ষ টাকায় তৈরি হয়েছে এই ডায়ালিসিস ইউনিট। এরমধ্যে রয়েছে বারাকপূরের বিধায়ক শীলভদ্র দত্তর তহবিল থেকে সাত লক্ষ টাকা, সিইএসসি-র তরফ থেকে দেওয়া হয়েছে এগারো লক্ষ টাকা ও বাকি টাকা পুরসভার নিজস্ব তহবিলের ।

এই অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিটটি উদ্বোধন করে সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় জনগণের কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আইসি পরিষেবা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, টিটাগড় পুরসভার প্রধান প্রশান্ত চৌধুরী, কামারহাটি পুরসভার প্রধান গোপাল সাহা ও বারাকপূর পুরসভার উপপ্রধান দেবাশিস ঘোষদস্তিদার সহ স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Advertisements

Leave a Reply