December 11, 2024

সারা দেশের সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হলো পবিত্র ঈদ

0
Img 20180822 Wa0021.jpg
Advertisements

HnExpress পল মৈত্র, দক্ষিন দিনাজপুর ঃ রোদের তীব্র ও প্রখর দাবদাহকে উপেক্ষা করে বুধবার সকাল থেকেই ঈদগাহের মাঠ যেন ছিল মিলন ক্ষেত্র। পবিত্র খুশির ঈদে সামিল আট থেকে আশি। বুধবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ইদগাহ মাঠ কার্যত মেলার রূপ নেয়। শতাধিক মানুষের জমায়েত হয়। ঈদের নমাজ শেষে একে অপরকে কোলাকুলি করেন, এরপর ফুল ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদ ঘিরে ৮ থেকে ৮০ -র উদ্দিপনা ছিল চোখে পড়ার মতন। দক্ষিণ দিনাজপুর জেলাতে খুশির ঈদে সামিল ছিল সাধারণেরাও। এদিন সকালে জেলার বিভিন্ন জায়গায় ইদ উপলক্ষে শতাধিক মানুষ জমায়েত হয়। পাশাপাশি বিভিন্ন ঈদগাহে নামাজ পড়ার আয়োজন করা হয়। পাশাপাশি ঈদের নমাজের শেষে উঠতি যুবকরা জেলার বিভিন্ন সিনেমাহলে সিনেমা দেখতে ভীড় জমায়। অন্যদিকে মেয়েরা বাহারি চুড়ি আর অসাধারন পোষাক ও নকশা কাটা মেহেন্দি পড়ে দলবেধে ঘুরতে বেড়োয়, প্রত্যেক বাড়িতে সুস্বাদু সিমাই, লাচ্ছা, বিরিয়ানী, কষা খাসি ও মুরগির কোরমা কব্জি ডুবিয়ে খেতে ব্যাস্ত বাড়ির সদস্য সহ আত্মীয়পরিজনেরা। এই খুশীর ঈদের আনন্দ জোয়ারে গা ভাসিয়ে ভাসছেন সারা দেশবাসী।

Advertisements

Leave a Reply