December 10, 2024

স্বারম্বরে খুঁটি পুজো পালিত হল যোধপুর পার্ক কালচারাল এ্যাসোসিয়েশন এর উদ্দ্যোগে

0
Advertisements

HnExpress ইন্দ্রাণী সেনগুপ্ত, কলকাতা : আগমনীর আগমনের কর্মসূচির প্রারম্ভিক সূচনাস্বরূপ স্বারম্বরে পালিত হল যোধপুর পার্ক কালচারাল এ্যাসোসিয়েশন পুজা উদ্যোক্তাদের উদ্যোগে খুঁটিপূজা উদ্বোধন অনুষ্ঠান। বিগত ৩২ বছর যাবৎ এই সাংস্কৃতিক ঐতিহ্যকে বজায় রেখে শারদীয়া উৎসব পালন করে আসছে পূজা উদ্যোক্তারা। এবছর তাদের ৩৩ তম বর্ষে পদার্পণ, অতীতের সেই ঐতিহ্যকে বজায় রাখতে এক নতুনত্বে ঘেরা অভিনব চমকে দশর্কমন্ডলীকে চমকে দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে তারা শুরু করল তাদের এবারের বৃহত্তর কর্মযজ্ঞ। যোধপুর পার্ক এলাকা সংলগ্ন দুটি পুজোর মধ্যে এটি অন্যতম। আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা তথা বহু মহিলা সদস্যা সহ উপস্থিত ছিলেন পূজা কমটির সভাপতি তথা অশোক ল্যাবরেটরি ও অশোক নার্সিং হোমের ডিরেক্টর ডাঃ অভিজিৎ ব্যানার্জী তৎসহ এলাকার পুরপিতা রতন দে এবং বিশিষ্ট লেখক প্রদীপ ঘোষ প্রমুখ। তবে এই সংগঠন সারা বছর শুধুই যে পুজোর আনন্দ নিয়েই মেতে থাকে, তা কিন্তু না, তারা সারাবছর কোন না কোন সামাজিক দায়বদ্ধতা পালন করেই চলেছে, যেমন- এলাকার গরীব দুঃস্থ শিশুদের হাতে তারা বিভিন্ন সময় নানা বিষয় ক্যাম্পিনিং করে জামাকাপড়, খেলনা, খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। শীত গ্রীষ্ম বর্ষা, জরুরিকালিন পরিস্থিতিতে মূমুর্ষ রুগীর রক্তের প্রয়োজন মেটাতেও বিনামূল্যে রক্তের সরবরাহ করতে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে থাকেন তাঁরা। তাঁদের মতে নারী ছাড়া সৃষ্টির যে কাজ মূল্যহীন ও অসম্পূর্ণ বলে মনে করেন, আর তাই নারীদের প্রতি এক বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে এবং কর্মকান্ডের শুরুতেই একপ্রস্থ চমক দিতেই অনুষ্ঠানে উপস্থিত করা হয়েছিল একদল মহিলা ঢাকি। তবেই ভেবে দেখুন পূজার সময় কতই না চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। সিনেমন ও ইভেন্ট ম্যানেজমেন্ট এর ডিরেক্টর সৌম্যজ্যোতি সেন এর ভাবনায় তৈরি হচ্ছে এবারের পুজোর থীম থেকে মার্কেটিং, প্রচার সবটাই।

Advertisements

Leave a Reply