স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে পয়সা লাগেনা : দিলীপ ঘোষ
HnExpress নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে পয়সা লাগেনা, আমরা স্বপ্নকে সফল করি। সারা পশ্চিম বাংলায় ৬০০০ হাজারের বেশী আসন আমরা জিতেছি, ক্ষোভ বিক্ষোভ সেটা ওদের ব্যাপার আমরা মানুষকে সম্মান দিই, মানুষকে কাজ করার সুযোগ করে দিই পার্টিতে এবং তাদেরকে বলি রাষ্ট্র নির্মানের সৈনিক হন। হুল দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলায় বিজেপি জেলা পার্টি অফিসে এসে কর্মিদের এভাবেই মনোবল বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরো জানান মানুষ আমাদের আহ্বানকে স্বীকার করেছেন। ভারতের সর্ব্ব ভারতীয় সভাপতি বাংলাকে পরিবর্তন করাতে সংকল্পবদ্ধ। এখানকার সংস্কৃতি মূলত আদিবাসী সংস্কৃতি সঙ্ঘবদ্ধ সংস্কৃতি। ব্রিটশদের বিরুদ্ধে আদিবাসী সমাজ গর্জে উঠেছিলেন ১৮৫৫ -৫৬ সালে সিধু কানুর নেতৃত্বে। ৫০০০০ হাজার আদিবাসী বেরিয়ে এসেছিলেন ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন করতে। ১৫০০০ হাজার লোক প্রায় শহীদ হয়েছিলেন দেশের জন্য। এই আন্দোলন থেকে প্রেরনা নিয়ে সিপাহী বিদ্রোহ বলুন, চুয়াত্তরের বিদ্রোহ বলুন, সব আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই স্বভিমানের বাঁচার জন্য সবাই কে আহ্বান করি।