সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা বাক স্বাধীনতার সমর্থনে রাস্তায় মানবাধিকার সংগঠন এপিডিআর

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বাক-স্বাধীনতার পক্ষে মহানগরের রাস্থায় নামল এপিডিআর। মহানগরের রাস্থায় এই প্রথমবার কাশ্মীর পুলওয়ামাতে হওয়া ইস্যুকে কেন্দ্র করে বাক স্বাধীনতার উপর নেমে আসা গন-পিটুনির মত এক নিন্দনীয় ঘটনার বিপক্ষে আন্দোলনে নামলো মানবধিকার সংগঠন এপিডিআর।

উল্লেখ্য গত কয়েকদিন ধরেই কাশ্মীরে হওয়া হামলার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে স্বাধীন মত প্রকাশের অপরাধে দেশের বিভিন্ন জায়গাতে হেনস্থার স্বীকার হতে হয়েছে শতাধিক মুক্তমনা মানুষকে। আর এই আক্রমনের বিরুদ্ধেই মানবধিকার সংগঠনের পক্ষ থেকে আজ বিকেলে পদযাত্রা সহকারে এক বিশাল মিছিল শুরু হয়, আর সেই মিছিলটি মৌলালি থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত গিয়ে সমাপ্তি ঘোষণা করে বলে সুত্র থেকে জানা গেছে। অন্যদিকে শহীদ জওয়ান বাবলু সাঁতরার স্ত্রীর দাবী, “সরকারের উচিত সমাধানের পথ খোঁজা। তবে তা যুদ্ধের মাধ্যমে নয়।”

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: