সোদপুরে ট্রেন অবরোধ, চলছে যাত্রীদের তাণ্ডব

HnExpress নিজস্ব প্রতিনিধি, সোদপুর : গতকাল ৭ সেপ্টেম্বর, শুক্রবার থেকে মেন লাইনে বারাকপুর-ইছাপুরে শুরু হয়েছে অটোমেটিক সিগন্যালিংয়ের কাজ। দস্তুর মতো নোটিশ জারি করে শুরু হয়েছে এই কাজ। এর জেরে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। তার রেশ কাটতে না কাটতেই আজ সকাল ৯টা নাগাদ সোদপুর স্টেশনে ভুল ঘোষণার জেরে নাকাল হন যাত্রীরা।

প্রতিবাদে শিয়ালদা মেন শাখায় শুরু হয় রেল অবরোধ। সোদপুরে চলছে এই অবরোধ। অনিয়মিত ট্রেন চলাচলের জন্যও এই অবরোধ করা হয়েছে বলে যাত্রীদের বক্তব্য। ঘণ্টা দুয়েক ধরে অবরোধ চলছে। রেল সূত্রে খবর, নিত্যযাত্রীদের সঙ্গে মিশে গিয়ে একশ্রেণির দুষ্কৃতি সোদপুর স্টেশনে তাণ্ডব চালাচ্ছে। যার দায় গিয়ে পড়ছে নিত্যযাত্রীদের ওপর।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: