September 8, 2024

সেকালের সাময়িকীর হারিয়ে যাওয়া স্মৃতি

0
Advertisements

বইমেলা ১২ পর্ব

HnExpress সম্রাট গুপ্ত, ১০ ফেব্রুয়ারি—
সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায় সম্পাদিত ’বিজলী’-র ঠিকানা ছিল ইন্টালির ১৪এ শরৎ ঘোষ স্ট্রিট। সহ সম্পাদক ছিলেন সুবোধ রায়। এই সাপ্তাহিকের প্রথম সংখ্যা বার হয় ১৯২০ সালে। এর ৫ম বর্ষের ১২শ সংখ্যায় দেখছি প্রেমেন্দ্র মিত্রের কবিতা, জ্যোতির্ময়ীর গল্প ‘কর্দ্দমে কমল’ ও বারীন্দ্র কুমার ঘোষের গল্প ‘প্রেমের ব্যর্থ কাহিনী’, দিলীপ কুমার রায়ের প্রবন্ধ ’দিন কয়েকের সঙ্গীত স্রোত‘। এই সংখ্যার টাইটেল পেজে ক্লাইড ফ্যানের বিজ্ঞাপন।

‘বিজলী’ বন্ধ হয়ে গিয়েছে বহুকাল আগেই। সেই ক্লাইড ফ্যানও এখন ইতিহাস। কী অবস্থা ১৪এ শরৎ ঘোষ স্ট্রিটের সেই বাড়ির? সেকাল এর সাময়িকীগুলি প্রকাশিত হত কোথা থেকে? অনুসন্ধিৎসু গবেষকের পক্ষে তা জানাও মুস্কিল। কিন্তু কলকাতা প্রেস ক্লাবের এক প্রদর্শনী খুঁটিয়ে দেখে পাওয়া গেল বেশ কিছু ঠিকানা। সঙ্গের ছবিতে এ সব নিয়েই অধ্যাপক ও প্রাক্তন মন্ত্রী অঞ্জন বেরার সঙ্গে আলোচনা করছেন সাংবাদিক অশোক সেনগুপ্ত।

প্রায় ১০০ বছর আগে ৩১ তেলীপাড়া লেনের কার্যালয় থেকে অমূল্যচরণ বিদ্যাভূষণের ’পঞ্চপুষ্প‘, ৭৯ বলরাম দে স্ট্রিটের মেটকাফ প্রেস থেকে কাজী নজরুল ইসলামের ‘ধূমকেতু’ প্রকাশিত হত। ২৭, হ্যারিসন স্ট্রিট থেকে প্রকাশিত হয়েছিল কেশব সেন সম্পাদিত ‘রবিবারের লাঠি‘। সজনীকান্ত সেনের ‘শনিবারের চিঠি’ বার হত আপার সার্কুলার রোড থেকে।

সত্যেন্দ্রনাথ দত্তর ’তত্ববোধিনী’ প্রকাশিত হয়েছিল ৩৬ মসজিদবাড়ি স্ট্রিট থেকে। ৬৬, আহীরীটোলা স্ট্রিট থেকে ১৩০৭-এর ফাল্গুন মাসে বার হয়েছিল রাজকৃষ্ণ পাল সম্পাদিত মাসিক ‘মহাজন বন্ধু‘। ধর্ম, সমাজ ও নীতি বিষয়ক মাসিক পত্রিকা ‘আলোচনা’ বার হত ২১০/১ কর্ণওয়ালিস স্টিটের ভিক্টোরিয়া প্রেস থেকে। ১২৯০ সালে সেই ছাপাখানা থেকে প্রকাশিত হত দেবীপ্রসন্ন রায়চৌধুরী সম্পাদিত ও প্রকাশিত মাসিক পত্র ‘নব্যভারত’।

৪৩ মলঙ্গা লেনের ‘নূতন ভারতযন্ত্র’ পরিচিত ছিল যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ’আর্য্যদর্শন’ প্রকাশের জন্য। ১২৮২ সাল থেকে ৩০ কর্ণওয়ালিস স্টিটের মধ্যস্থ যন্ত্রালয় পরিচিত ছিল মাসিক ’মধ্যস্থ’-র জন্য। বাংলা ১৩০২ সালে ৭৭/১ মুক্তারামবাবু স্ট্রিটের চোরবাগান ইউনিয়ন লাইব্রেরি থেকে প্রকাশিত ও ৪৯ ‘ফিয়ার লেন’-এর মোহন প্রেস থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুদ্রিত হত ‘অনুশীলন’। ১৩০৭-এর আষাঢ় থেকে ২০ কর্নওয়ালিশ স্ট্রিট থেকে বার হত উমেশচন্দ্র বিদ্যারত্ন সম্পাদিত মাসিক ‘আরতি‘। ১২৯৭-এর পৌষ থেকে ৩৪/১ কলুটোলা স্ট্রিটের বঙ্গবাসী স্টিম মিশন প্রেসে প্রকাশিত হত মাসিক ‘জন্মভূমি’। প্রেস ক্লাবের এই প্রদর্শনী আয়োজনের সুযোগ হয় বঙ্গীয় সাহিত্য পরিষদের সহযোগিতায়।

Advertisements

Leave a Reply