December 10, 2024

ক্রমেই সুস্থ হয়ে উঠছেন শুভ্রাংশু, তাইকাঁচরাপাড়ায় চলছে হোমযজ্ঞ

0
Img 20180829 Wa0049.jpg
Advertisements

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : চিকিৎসায় সাড়া দিয়ে ক্রমেই সুস্থ হয়ে উঠছেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। গতকাল রাতে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। সুত্রের খবর, তাঁকে আজ দুবার সুপও খেতে দেওয়া হয়েছে।

এদিকে কাঁচরাপাড়ায় শুভ্রাংশুর সুস্থতা কামনা করে শুরু হয়েছে হোমযজ্ঞ। জানা গেছে, পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেন মল্লিকের নেতৃত্বে স্থানীয় মানুষ আয়োজন করেছেন এই হোমযজ্ঞ এর। দলীয় কর্ম-সমর্থকদের পাশাপাশি এই হোমযজ্ঞে অংশ নেন পথচলতি মানুষও।

তাঁদের আশা বীজপুরের উন্নয়নের কাণ্ডারী বিধায়ক শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও বহু নেতা-মন্ত্রী, বিধায়ক, পুরপ্রধান, কাউন্সিলররা শুভ্রাংশুকে দেখতে ছুটে আসেন অ্যাপোলো নার্সিংহোমে। সাড়া বীজপুর জুড়েই এখন একটাই আলোচ্য বিষয় শুভ্রাংশুর অসুস্থতা।

Advertisements

Leave a Reply