September 18, 2024

সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মন্ডল, কিন্তু মিললো না জেল থেকে রেহাই

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, দিল্লী : গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, কিন্তু মিললো না জেল থেকে রেহাই। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে (Supreme Court) অনুব্রতর জামিন মামলার শুনানি ছিল। শুনানি শেষে অনুব্রতের জামিন মঞ্জুর করে দিলেন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ অনুব্রতের জামিন মঞ্জুর করলেও এখনই তিনি তিহাড় জেল (Tihar Jail) থেকে মুক্তি পাচ্ছেন না।

এদিন সওয়াল-জবাব শেষে শর্তসাপেক্ষে অনুব্রতের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। জামিন দেওয়ার সময় শীর্ষ আদালত তিনটি শর্ত দিয়েছে। বলা হয়েছে, অনুব্রতকে পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি বিচারপ্রক্রিয়া শুরু হলে তাতে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং তৃতীয়ত, কোনও ভাবেই সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারবেন না অনুব্রত। সিবিআইয়ের (CBI) মামলায় জামিন পেলেও এখনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) মামলা ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। সেই মামলায় কী রায় হয়, আপাতত সে দিকেই নজর থাকবে কেষ্টদার।

Advertisements

Leave a Reply