সুপ্রকাশ গিরির নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের রামনগর বাজারে অনুষ্ঠিত হলো ধিক্কার মিছিল ও পথসভা
HnExpress অর্নব দেবনাথ,পূর্ব মেদিনীপুর ঃ লোকসভা ভোটের আগেই বিজেপি নাকি পরোক্ষ ভাবে সিবিআইকে দিয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাংলোয় অনৈতিকভাবে তদন্তের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। আর তারই প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কড়া নির্দেশে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে জেলায় জেলায় চলছে তীব্র ধিক্কার মিছিল। আর ঠিক এমনই কয়েক হাজার তৃনমূল কর্মী সমর্থকদের নিয়ে ধিক্কার মিছিলের আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল যুব কংগ্রেস এর পক্ষ থেকে।
এদিনের এই ধিক্কার মিছিলে সামিল হন জেলার তৃণমূল এর বহু নেতা, কর্মী ও সমর্থকরা। তাই সোমবার বিকেলে বিজেপি সরকার এর এই অগণতান্ত্রিক এই আক্রমণের বিরুদ্ধে রামনগর বাজারে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে অবশেষে রামনগরে এসে নরেন্দ্র মোদির ও সিবিআই অফিসার এর কুশপুত্তলিকা পোড়ানোর মধ্য দিয়ে বিক্ষোভ দেখায় তৃনমূলের কর্মী-সমর্থকরা। এই মিছিলের নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরি।
এছাড়াও উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, রামনগর ১ ব্লক তৃণমূল এর সভাপতি নিতাই চরণ সার, দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা যুবনেতা অনুপ কুমার মাইতি, ব্লক যুব তৃণমূল সভাপতি বিশ্ব রঞ্জন মিশ্র ও কার্যকরী সভাপতি রাজকুমার জানা, মৈত্না গ্রাম পঞ্চায়েত প্রধান তমাল তরুণ দাস মহাপাত্র, যুব নেতা উত্তম মাইতি প্রমুখ।
এছাড়া গ্রাসরুট সোশ্যাল মিডিয়া থেকে উপস্থিত ছিলেন গৌতম জানা, বিভাস রঞ্জন মিশ্র সহ বহু দলীয় কর্মী ও সমর্থকরা।