November 14, 2024

সিবিআই তদন্তে আইকোর চিটফান্ড মামলায় গ্রেপ্তার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়

0
Advertisements

HnExpress বিশেষ প্রতিবেদন ঃ সুত্রের তথ্য অনুযায়ী, আজ গ্রেফতার করা হল সাংবাদিক তথা সম্পাদক সুমন চট্টোপাধ্যায়কে। আইকোর চিটফান্ড মামলায় তদন্তের স্বার্থে তাঁকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সিজিও কমপ্লেক্সে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের পরেই সিবিআই আধিকারিকরা গ্রেফতার করেন সুমনকে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার সুমনকে আইকোর চিটফান্ডের আর্থিক দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আজও দফায় দফায় জেরা করা হয় তাঁকে। সবশেষে তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন করার অপরাধের জেরে সিবিআই গ্রেফতার করল সুমন চট্টোপাধ্যায়কে।

প্রসঙ্গত, একসময় তাঁর সম্পাদিত সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিল একটি বেআইনি অর্থলগ্নীকারি সংস্থা। ইতিমধ্যে সেই সংস্থার জালিয়াতিও প্রকাশ্যে এসেছে। আর সেই ঘটনার জন্য একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই প্রখ্যাত সাংবাদিককে। কিন্তু ততবারই তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে সিবিআই পক্ষ থেকে। এদিনও তাঁর বিরুদ্ধে এমনই এক তথ্য গোপন ও তদন্তে অসহযোগিতা করার অভিযোগ ওঠে। সুত্রের খবর, শেষমেশ একান্তই বাধ্য হয়ে বর্তমানে কর্মরত একটি সংবাদপত্রের এই সম্পাদককে গ্রেফতার করল সিবিআই আধিকারিকরা।

সংবাদ  সৌজন্যে ঃ  চ্যানেল হিন্দুস্থান

Advertisements

Leave a Reply