সিপিআইএম-এর রক্তদান শিবির ও ভারত বন্ধের সমর্থনে মিছিল
HnExpress নিজস্ব প্রতিনিধি, কাঁচরাপাড়া : হালিশহর ডিওয়াইএফআই-এর ৬ নম্বর ইউনিটের উদ্যোগে ৯ ই সেপ্টেম্বর, রবিবার অনুষ্ঠিত হল রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন প্রবীণ সিপিআইএম নেতা ও হালিশহরেরর পুরপ্রধান রবীন মুখার্জি। এছাড়াও শিবিরে হাজির ছিলেন কাঁচরাপাড়ার সিপিআইএম নেতা শম্ভু চ্যাটার্জি, অমিতাভ সোম, হাবলি সরকার, মিহির ব্যানার্জি, বিষ্ণু দাস ও গোপাল ভট্টাচার্য-সহ স্থানীয় বামনেতারা।
এদিন ৫০ জন যুবকর্মী রক্তদানে অংশ নেন। এই রক্তদান শিবিরের পাশাপাশি ১০ সেপ্টেম্বর, সোমবার ভারত বন্ধের সমর্থনে প্রচার মিছিল করে হালিশহর টাউন সিপিআইএম। বলদেঘাটা থেকে শুরু হয় এই মিছিল। একই সঙ্গে কাঁচরাপাড়াতেও সিপিআইএম মিছিল করে। দুটি মিছিলেই বামমনস্ক মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ফের বামপন্থীরা জেগে উঠছে বীজপুরে!