সিপিএমজি-র দায়িত্বে গৌতম ভট্টাচার্য

0

HnExpress বিশেষ সংবাদদাতা, কলকাতা : পশ্চিমবঙ্গ সার্কলের নতুন চিফ পোস্ট মাস্টার জেনারেলের (সিপিএমজি) দায়িত্ব নিলেন গৌতম ভট্টাচার্য। এই সার্কলে পশ্চিমবঙ্গ ছাড়াও আছে সিকিম এবং কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী গৌতমবাবু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির স্নাতকোত্তর। ১৯৮৭ সালের ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের অফিসার। এর আগে পশ্চিমবঙ্গ সার্কলের পোস্ট মাস্টার এবং গুজরাত সার্কলের চিফ পোস্ট মাস্টারের দায়িত্বে ছিলেন। এই দুই দায়িত্বের মাঝে কয়েক বছর ছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়।

এতদিন কলকাতায় সিপিএমজি পদে ছিলেন অরুন্ধতী ঘোষ। তিনি পদোন্নতি পেয়ে দিল্লিতে বদলি হয়েছেন।

Leave a Reply

%d bloggers like this: