আবারও হুশিয়ারি মমতার, সাত দিনের মধ্যে দল ত্যাগ করুন
HnExpress নিজস্ব প্রতিনিধি, বীজপুর ঃ লোকসভা ভোটের পর বীজপুর থেকেই দল ভাঙনের সূত্রপাত হয়েছিল। মুকুল-পুত্র তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় পিসির দলবল ছেড়ে যোগ দিয়েছিলেন বাবার অনুসরণকারী দল বিজেপিতে। তারপর একে একে এলাকার পুরসভাগুলিতে কর্তৃত্ব কায়েম করার চেষ্টায় রত হয় বিজেপি। সেখান থেকেই আজ তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে সংঘবদ্ধ করার পদক্ষেপ শুরু করে দিলেন।
এদিন বিকেল প্রায় ৪ টে থেকে সভা করার কথা থাকলেও তিনি আজ কিছু সময় আগেই সভা শুরু করেন এবং কারুর নাম না করেই এদিন কাঁচরাপাড়ার মুকুল রায় ও শুভ্রাংশুকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।
বীজপুরের সভা থেকে তাঁর স্পষ্ট বার্তা, যাঁরা দল ছাড়ার তাঁরা সাতদিনের মধ্যেই দল ছেড়ে দিন। আমরা এইসব সুবিধাভোগীদের দলে চাই না। বাংলায় যারা বিভাজনের রাজনীতি করছে, আর তাদের যে সমস্ত গদ্দাররা হাত শক্ত করতে সাহায্য করছে, তারা এই মুহুর্তে দল ত্যাগ করে চলে যেতে পারেন। এদিন এই সভা থেকে নাম না করেও মুকুল রায়, শুভ্রাংশু রায়, অর্জুন সিংদের ফের গদ্দার বলে তুলোধোনা করলেন সুপ্রিমো।
এদিন তিনি বিজেপিকে সন্ত্রাসী, মৌল উগ্রপন্থী, অর্ধসত্যি ও উন্মত্ত সন্ত্রাস সৃষ্টিকারী বলে তোপ দাগালেন। তিনি আজ সভায় স্পষ্ট করে বলে দিলেন, বাংলায় থাকতে হলে বাংলায় কথা বলতে হবে। বাংলায় থেকে বাঙালিকে ভয় দেখাবো চলবে না। বাংলায় গুন্ডামির কোনও স্থান নেই। আমরা কোনওভাবেই আমাদের বাংলাকে গুজরাট বানাতে দেব না।