সাগরে নারী স্বনির্ভর কর্মশালা প্রকল্প

HnExpress বিশেষ প্রতিবেদন, সাগর ঃ সংসার সুখের হয় রমনীর গুণে। সকাল থেকে রাতে ঘুমোনোর আগে পর্যন্ত সংসারের হাজারো কাজ, দায়-দায়িত্ব, পরিবারের প্রত্যেকের প্রতি কর্তব্য, সেবা – সব এক হাতে। এক হাত তো নয়, যেন দশ হাত। যুগে যুগে বার বার নারী শক্তিরই জয় হয়ছে। পরাজিত হয়েছে অশুভ শক্তি। সংসারে নারী কখনো কন্যা, কখনো মা, কখনো স্ত্রী, পুত্রবধু- সংসারে নারীর কত কত রূপ! কখনো বা সংসারে ত্রাতা রূপেও নারী।
এই নারী শক্তিকে আরো বিকশিত করতে দক্ষিণ ২৪ পরগণার সাগর চকফুলডুবি গ্রামের চকফুলডুবি স্কুল ফর প্রাইমারী এডুকেশন (সি.এফ.ডি.এস) প্রাঙ্গনে গ্রামের পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের জন্য এআইসিজা নিয়ে এল নারী স্বনির্ভর কর্মশালা প্রকল্প। ১৬ দিনের এই কর্মশালা শুরু হয়েছে ৮ ডিসেম্বর থেকে। সপ্তাহে প্রতি শনি ও রবিবার এই কর্মশালা প্রকল্প চলবে। ডিসেম্বরের পুরো মাসেভোর এই ৮ দিনের কর্মশালা চলবে।
জানুয়ারি মাসে যেহেতু সাগর মেলায় সবাই ব্যস্ত থাকবে তাই ফেব্রুয়ারি মাসে বাকি ৮ দিনের কর্মশালা চলবে। প্রথম দিন থেকে গ্রামের ২০ জন মহিলা এই কর্মশালায় অংশ নিচ্ছেন। এই কর্মশালায় হাতে-কলমে সূচীশিল্পের যাবতীয় কজ শেখানো হচ্ছে। এআইসিজার কর্ণধার বিপ্লব চৌধুরী জানান, এই প্রকল্পের প্রধান ও মূল উদ্দেশ্যই হচ্ছে গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তোলা। এই প্রশিক্ষণ পাবার পর তারা যাতে কাজের সুযোগ পেতে পারে সে বিষয়েও তারা ভাবছেন বলে জানান আমাদের সংবাদ প্রতিনিধিকে।