সাই ওম কমিউনিকেশনের মুভমেন্ট থেরাপি

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের ব্যস্ততা বেড়ে চলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যদিনের টেনশন। এই টেনশন থেকে মুক্তি দিতে পারে একমাত্র মুভমেন্ট বা ড্যান্স থেরাপি।

সম্প্রতি এবিষয়ে এক সাংবাদিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হল কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম হলে। অনুষ্ঠানের  মূল আয়োজক হলেন ড্যান্স থেরাপিস্ট নুপূর মুখার্জি। তিনি এদিন সংবাদ মাধ্যমকে জানান, মানুষের টেনশন কমাতে সঙ্গীত, নৃত্য ও শিল্পকলার ভূমিকা অনস্বীকার্য।

এরই পাশাপাশি টেনশন কমাতে নিত্যনতুন পদ্ধতিও আবিষ্কার হচ্ছে। তথাকথিত প্রচলিত শিশু নয়, বিশেষ ধরনের স্পেশাল চাইল্ডদের নিয়েই মূলত  কাজ করেন নুপূর, তাঁর “তুলির টানে” নামক সংস্থার মাধ্যমে।

এদিনের আলোচনা সভায় হাজির ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক এবং নৃত্য জগতের অন্যতম  নৃত্যশিল্পী উর্মি চক্রবর্তী। যিনি ইতিমধ্যে চলচ্চিত্র জগতে যথেষ্ট সুনাম অর্জন করেছেন জাতীয় পর্যায়ে।

Leave a Reply

%d bloggers like this: