সাইকেল পরিব্রাজক কলেজ ছাত্র তীর্থ-র আর্থিক সংকটে পাশে দাঁড়াল ইচ্ছেডানা

HnExpress দেবাশিস রায় : বছর দুয়েক আগে স্কুল থেকে তীর্থ রায় পেয়েছিল সবুজসাথী প্রকল্পে একটি সাইকেল। সেই সাইকেলকে সঙ্গী করে পিতৃমাতৃহীন তীর্থ বেরিয়ে পড়ে রাজ্য পরিক্রমায়। উদ্দেশ্য ছিল, সবুজসাথী প্রকল্পের সুফল প্রচার। ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু জেলা ঘুরে ফেলেছে সে। সঙ্গে চলতে থাকে পড়াশুনোও। সে জলপাইগুড়ির বাসিন্দা।

সামনে তার কলেজের বার্ষিক পরীক্ষা। কিন্তু তার আর্থিক অবস্থা বেশ করুণ। কলেজের পরীক্ষা দেওয়ার সামর্থ্য নেই তার। এদিকে ফি জমার শেষদিন ৩০ নভেম্বর।

একথা ব্যক্তিগতভাবে জানাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তা পোস্ট করি। যদি কোনও সুহৃদয় মানুষ এই আবেদনে তার পাশে দাঁড়ান। যদি কোনও সহৃদয় ব্যক্তি বা সংগঠন সাহায্যের বিষয়ে বিশদে জানতে বা তীর্থর অ্যাকাউন্ট নম্বর জানতে চান সেহেতু তীর্থ-র সঙ্গে ৮৭৫৯৯২৪১৫৭ বা ৮৬৯৭৬৩২১৮৫ নম্বরে যোগাযোগ করতে পারেন বলেও জানাই।
প্রসঙ্গত, মে মাস নাগাদ তীর্থ কাঁচরাপাড়ায় আসে। তখনই আলাপ হয় তার সঙ্গে আলাপ পরিচয় হয়। সে নিয়মিত আমার সঙ্গে প্রয়োজনে বা বিনা প্রয়োজনে সরাসরি যোগাযোগ করত।

সোশ্যাল মিডিয়ার সেই পোস্ট দেখে তীর্থ-র সঙ্গে যোগাযোগ করে হালিশহর ইচ্ছেডানা নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সাইকেল পরিব্রাজক কলেজ ছাত্র তীর্থ-র আর্থিক সংকটে পাশে দাঁড়াল সেই সংস্থা ইচ্ছেডানা। অভিনন্দন তাঁদের।

ছবি : সংগৃহীত

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: