সাংবাদিক সম্মেলনে বনধ নিয়ে স্থিরচিত্র
HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : বনধের সাফল্য অভূতপূর্ব, দাবি বিজেপি-র। বিপরীতে বনধ ডাহা ফেল, দাবি তৃণমূলের। দু তরফই সাংবাদিক সম্মেলন করে প্রমাণ করার চেষ্টা করলেন নিজেদের দাবির।
ইসলামপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে ছাত্রমৃত্যুর প্রতিবাদে আজ সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা ১২ ঘন্টার বনধ ডাকা হয়েছিল। এই বনধের মত শান্তিপূর্ণ ও সফল বনধ বাংলায় অভূতপূর্ব বলে দাবি করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, তৃণমূল কংগ্রেসই দু’দিন ধরে ক্রমাগত আমাদের বিরোধী প্রচার করে বনধকে সফল করে দিয়েছে। অন্যথায় বনধ এতটা সফল হত কিনা, সন্দেহ।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় থেকে দলের একাধিক নেতানেত্রী রীতিমত গুন্ডামির অভিযোগ এনেছেন বিজেপির বিরুদ্ধে। অপরদিকে দিলীপবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোনো হামলার নির্দেশই দিইনি। চাইলে কলকাতায় আরো আট-দশটি বাস জ্বালিয়ে দিতে পারতাম। গুন্ডামি আর কোথায় হলো। কিছুই তো করিনি।
তবে এ দিন মুরলিধর সেন লেনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য প্রমাণের জন্য বিজেপি দেখাল তথ্যচিত্র। সাথে রাজ্যে বনধ কতটা সফল, তার একগুচ্ছ স্টিল ছবি। স্বাদবদলে খুশি সবাই।