সরকারি সাহায্য না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে আশ্রমের শিশুরা
HnExpress পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর ঃ বর্তমানের নীলকণ্ঠআশ্রম, সরকারি সাহায্য না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের এই অনাথ আশ্রমের শিশুরা ৷ আশ্রমের প্রতিষ্ঠাতা রঞ্জিত দত্ত ২০১৪ সাল থেকে বিডিও, এসডিও ও ডিএম অফিসের দরজায় দরজায় ঘুরছেন বলে জানান৷ কিন্তু প্রতিশ্রুতি মিললেও মেলেনি সাহায্য, এমনটাই দাবি করছেন তিনি ৷
আজ থেকে নাকি প্রায় ২১ বছর আগে কুশমণ্ডি ব্লকের মস্তইল এলাকায় অনাথ আশ্রমটি তৈরি করেছিলেন রঞ্জিতবাবুই৷ এলাকারই একটি প্রাথমিক স্কুলে চাকরি করতেন তিনি৷ নিজের বেতনের টাকা থেকেই আশ্রমের খরচ চালাতেন৷ কিন্তু ২০১৪ সালে অবসর নেন৷ তারপর থেকেই দুর্যোগের ছায়া নেমে আসে, ফলে আশ্রমের খরচ চালাতে সরকারি সাহায্যের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানান৷ কিন্তু লাভ হয়নি কিছুই৷
অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এই বছরের পুজো পরিক্রমা ২০১৯, যারা যারা আমাদের সাথে সহযোগী পার্টনার ও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হতে ইচ্ছুক তারা অতিসত্বর যোগাযোগ করুন ঃ ৬২৮৯২৩৫০৭৬।
বর্তমানে প্রায় ৯০ জন শিশু রয়েছে এই অনাথ আশ্রমে৷ রঞ্জিতবাবু বলেন, “আশ্রমের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত৷ ফলে কষ্টে দিন কাটছে প্রত্যেকের৷ কিছু মানুষ নিয়মিতভাবে না হলেও অল্পবিস্তর চাল-ডাল দিয়ে সহযোগিতা করেন৷ আমি কিছু দিয়ে কোনও রকমভাবে চলছি৷ সব সরকারি দপ্তরে দরখাস্ত করেছি৷ কিন্তু সাহায্য মেলেনি আজও৷
এটা একটা সামাজিক কাজ৷ তাই আমি চাই এটা সরকার দেখুক, আর এগিয়ে আসুক স্বতঃস্ফূর্ত ভাবে৷ এবং আমাদের জন্য একটা স্থায়ী বন্দোবস্ত করে দিক৷ যাতে আমরা এই ভিক্ষার জীবন থেকে অব্যাহতি পাই৷” এ বিষয়ে পরিবেশপ্রেমী শিক্ষা সংগঠনের সভাপতি জাহিরুদ্দিন আহমেদ এদিন বললেন, “আশ্রমের প্রতিষ্ঠাতা নিজের খরচে আশ্রম চালান। এখনও পর্যন্ত সরকারি কোনও সাহায্য পাননি তিনি।
বস্তুত রান্নাঘর, খেলার ঘর বা পড়ার ঘরের অবস্থা বেশ খারাপ বললেই চলে৷ আর মজার কথা হল, ভারত সরকার সবার জন্য গ্যাসের ব্যবস্থা করলেও এই আশ্রমে এখনও পর্যন্ত উনুনেই রান্না হচ্ছে। তাই এই বিষয়টি নিয়ে কিন্তু যত শীঘ্র সম্ভব ভাবা দরকার৷ শুধুমাত্র সরকার নয়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছেও আমি নিজে এই আবেদন করব৷ আপনারাও এই সামাজিক কাজের জন্য স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসুন৷ আর এই শিশুদের পাশে দাঁড়ান৷