সময়ের অবকাশে
HnExpress অন্যরকম, ইন্দ্রাণী সেনগুপ্ত ঃ ঘন নীল আকাশে একটুকরো পেঁজা তুলো, নীড়ে ফেরা পাখিদের কুহু কুহু কূজন। দূরের সেই আবছা মেঘের আড়াল থেকে একঝলক কাঞ্চনজঙ্ঘা!
পাহাড়ের আনাচে কানাচে থাকা সবুজ বনানীর এক নিরব হাতছানি। মন মাতাল করা কি একটা গন্ধ যেন, ছুয়ে গেল হৃদয়ের গভীরতাকে। উফ, হঠাৎ এক দমকা হাওয়ায় খুলে গেল আলগোছে বাঁধা খোপা খানি। তবু চোখে মুখে এক গভীর প্রশান্তি।
তার মাঝে আমি। হ্যাঁ আমিই তো, আর সেন্টার টেবিলে ধোঁয়া ওঠা কফি। সাথে বেতের চেয়ার।পাশেই কোথাও ধ্বনিত হচ্ছে মাতোয়ারা নদীর ছলছল -কলকল রব। গোধূলির রঙে মাখামাখি সূর্যাস্তের সাথে সাথে, কাছেই কোনো গ্রাম থেকে ভেসে আসা মাদলের তালে তালে চলছে এক টানা ঝিঝি পোঁকার ডাক।
হুম, চিরকাল জীবনটাকে এভাবেই দেখার বড় সাধ ছিল! কিন্তু নাঃ, হল না আর। তাই কল্পনার রঙ তুলি নিয়ে মাঝে মাঝেই হারিয়ে যাই স্বপ্নের জগতে। চেষ্টা করি, যদি অপূর্ণ এই স্বপ্নকে কোনো এক আলো আঁধারিয়া চিত্রে আঁকা যায়।।
বাঃ! দুরন্ত লেখা । Bravo