“সম্প্রীতির বন্ধন” এর উদ্যোগে রাখী বন্ধন
HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্বশান্তি ভারতবর্ষ এর চিরন্তন ঐতিহ্য। এই ঐতিহ্যকে সামনে রেখেই সম্প্রতি নিউব্যারাকপুর কলোনী বয়েজ হাইস্কুল এক অনন্য নজির স্থাপন করলো। রাখি বন্ধনের দিনে বিদ্যালয়েই অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব।
উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের মানুষেরা। ছিলেন ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী, শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের স্বামী জ্যোতিপ্রিয়ানন্দ, ড. জিনপ্রিয় ভিক্ষু, সেন্ট স্টিফেন্স এর ফাদার অরবিন্দ মন্ডল, মৌলবী মহঃ আলমগীর হোসেন, মহঃ আবু তাহের, শান্তপ্রিয় শ্রমণ, অধ্যাপক ড. নিখিল হালদার, ড. বিধান চন্দ্র মন্ডল, পৌরপ্রধান তৃপ্তি মজুমদার, পুরদলনেতা প্রবীর সাহা, বিশিষ্ট সমাজসেবী সুখেন মজুমদার, প্রাক্তন শিক্ষক বরুণ চন্দ্র মন্ডল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।
এদিন সকলে হাতে হাত রেখে মানববন্ধনের মাধ্যমে ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ তুলে ধরেন। প্রধান শিক্ষক ড. অনিরুদ্ধ বিশ্বাস সকলের হাতে রাখী বেঁধে দেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হল জাতীয় ঐক্য ও সংহতির পূর্ব শর্ত। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে জাতি, ধর্ম ও বর্ণের উর্ধ্বে উঠে হাত মেলাতে হবে আমাদের – কারণ এক ভারত এক জাতি। আমরা ভারতবাসী। ছাত্রদের মধ্যেও রাখী বন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সকল অতিথি সম্প্রীতি শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। ধর্মীয় প্রতিনিধিরা সকলেই ধর্মীয় ঐক্য ও সংহতির বিষয়টি ছাত্রদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক সুখেন্দু বিকাশ মাইতি, অম্লান দাশগুপ্ত, নিতুন বিশ্বাস, দেবদাস মাহাতো, শিক্ষিকা জয়ন্তী দাস, মুনমুন মন্ডল প্রমুখেরা সকলকেই রাখী পড়িয়ে দেন। বিদ্যালয়ের এনসিসি এর ছাত্ররা গার্ড অফ অনার দেয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অম্লান দাশগুপ্ত।