সম্পত্তি হাতিয়ে মা-কে তাড়িয়ে দিল সন্তানেরা

HnExpress নিজস্ব প্রতিনিধি, রিষড়া : সম্পত্তি হাতিয়ে নিয়ে বিধবা মা উমা ব্যানার্জিকে ঘরছাড়া করল ছেলে ও মেয়েরা। বাড়ি হাওড়ার রামকৃষ্ণপুর লেন এলাকায়। গত পরশু ১৭ সেপ্টেম্বর, সোমবার সকাল ৯টার বর্ধমান মেইন লাইন লোকালে হাওড়া থেকে উমা ব্যানার্জি নামের এই মহিলাকে পাওয়া যায়। ওনার কাছে একটি টিকিট ছিল হাওড়া থেকে রিষড়া যাওয়ার। আর সঙ্গে একটা ছোটো থলি। ওনার কাছ থেকে জানা যায় তাঁর দুই ছেলে আর একটি মেয়ে। উনি অনুযোগ ও অভিযোগের সুরে জানান, ওনার ছেলে-মেয়েরা সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন।

তাই উনি রিষড়াতে গুরুদেবের আশ্রমে যাচ্ছেন। এইকথা শুনে মহিলা কামরার একজন দোলা নামে এক ভদ্রমহিলা তাঁকে রিষড়ায় নামিয়ে পুলিশ স্টেশনে গিয়ে সবকিছু জানিয়ে একটি ডাইরি করতে চান। কিন্তু ওই থানার অফিসাররা কোনও সাহায্য করতে সম্মত হননি বলেও অভিযোগ। এই মুহূর্তে উনি ‘প্রেম মন্দির’ নামে একটি আশ্রমে আছেন। সূত্র অনুযায়ী ওনার দুই ছেলের নাম প্রভাত ব্যানার্জি(বাচ্চু) প্রবীর ব্যানার্জি(বাবলা) ও মেয়ে বিউটি, জামাই সঞ্জয় বসু। মেয়ে জামাই থাকেন তুলসি মিত্র গার্ডেন লেনে।

তথ্য ও ছবি : মিনতি সাহার ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

1 thought on “সম্পত্তি হাতিয়ে মা-কে তাড়িয়ে দিল সন্তানেরা

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: