আড়ালে সমাজ কল্যাণে ব্রতীদের খোঁজে আইএসআরএন

HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : দীর্ঘ কয়েক দশক ধরে এ দেশের রক্তদান আন্দোলন এর সঙ্গে যুক্ত দেবব্রত রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। তাঁর মত নিষ্ঠাবান কিছু সমাজকর্মীর অক্লান্ত চেষ্টায় রক্তদান আন্দোলনে এই রাজ্য টানা বেশ কয়েক বছর ছিল শীর্ষস্থানে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের প্রাক্তন এই ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন রবিবার কলকাতায় এক অন্য রকম সম্মেলনে।

সম্মেলনের উদ্যোক্তা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন ‘ইন্ডিয়ান সোস্যাল রেসপনসিবিলিটি নেটওয়ার্ক’ (আইএসআরএন)। অর্থনৈতিকভাবে সমাজের পিছিয়ে থাকা লোকেদের জন্য যাঁরা নীরবে কাজ করে চলেছেন, তাঁদের খৌঁজে উদ্যোগী হয়েছে এই সংগঠন। এ রাজ্যে এই দায়িত্বে আছেন মিতালি সাহা। তিনি জানান, রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ২০ জনের নাম-পরিচয় ইতিমধ্যে পাঠানো হয়েছে দিল্লিতে।

এই তালিকায় আছেন নিতাই প্রামাণিক। পেশায় চিকিৎসক। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অ্যাসোসিয়েট প্রোফেসর। গরিব লোকেদের প্রায় নিখরচায় চিকিৎসা করেন। আছেন সুশান্ত কবিরাজ। বাঁকুড়া জেলার খাতরার গোরাবাড়ি হাই স্কুলের শিক্ষক। সকাল-সন্ধ্যায় দিনের পর দিন নিখরচায় গরিব, মেধাবী ছেলেমেয়েদের পড়িয়ে ভাল ফল করাচ্ছেন। এ রকম নানা পেশার মানুষ।

অসম ভবনের সভায় আইএসআরএন-এর সিইও ডঃ সন্তোষ গুপ্ত বলেন, “এই অন্ত্যোদ্বয় সেবা বিচার মন্থন উৎসর্গ করা হচ্ছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে। তাঁর ভাবনা অনুযায়ী নিরন্তর উন্নয়নের সঙ্গে যুক্তদের তালিকা করা হচ্ছে।“

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: