October 11, 2024
Advertisements

বইমেলা ১১ পর্ব

HnExpress সম্রাট গুপ্ত, ৯ ফেব্রুয়ারি : সংগীতের এক জীবন্ত কিংবদন্তি। বয়স প্রায় ৮৮ বছর। সংগীতজগৎ থেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন নিজেকে। কিন্তু কণ্ঠ সজীব আছে সেই আগের মতোই। এখন আর মঞ্চে যান না। চলচ্চিত্রে কণ্ঠ দেন না। গান করেন না।

বছর দুই আগে এক অনুষ্ঠানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে তাঁর যে কোনও গানের দুটি লাইন গেয়ে শোনানোর জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুরোধ ফেরাতে পারেননি সন্ধ্যা মুখোপাধ্যায়। অসুস্থ হওয়া সত্ত্বেও হাতে তুলে নেন মাইক্রোফোন। সংগীতের স্তোত্র পাঠ করেন। এরপর শুরু করেন প্রায় ৬৪ বছর আগে তাঁর গাওয়া গান ‘ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত’। ১৯৫৫ সালে গানটি তিনি প্রথম গেয়েছিলেন ‘সবার ওপরে’ ছবিতে। ওই ছবিতে গানটির সঙ্গে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা সংগীতজগতের প্রথিতযশারা। ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, উষা উত্থুপ, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ, হৈমন্তী শুক্লা, মনোময়, রূপঙ্কর, লোপামুদ্রা মিত্র, সৈকত মিত্র, শিল্পী আর মন্ত্রী ইন্দ্রনীল সেন। মঞ্চে গান করছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, আর মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় সব কোলাহল। অনেক দিন পর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনে মুগ্ধ আমন্ত্রিত সব দর্শক। তিনি সবাইকে ফিরে নিয়ে যান পুরোনো সেই দিনগুলোয়। এই মুগ্ধতার রেশ ছিল পুরো অনুষ্ঠানে। সাংবাদিক সুমন গুপ্ত কে মেলায় উপহার দিলেন প্রবাদপ্রতীম এই শিল্পীর ওপর লেখা তাঁর বই।

Advertisements

Leave a Reply