December 10, 2024

বিজেপির মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে ট্রেন অবরোধ জগদ্দলে

0
Screenshot 2019 0326 165957.png
Advertisements

HnExpress সমীর দাস, ভাটপাড়া ঃ সকাল সকাল অফিস যাত্রীদের ভোগ করতে হল চরম ভোগান্তি। গতকাল সকাল থেকে রেল অবরোধ করা হয় শিয়ালদহ মেইন শাখায়। সুত্রের খবর, এক বিজেপি মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিকে কেন্দ্র করে এবং দলীয় পতাকা লাগানোকে ঘিরে গতকাল জগদ্দলে ২৯ নম্বর রেলগেটের সামনে প্রায় ৩০ মিনিট ধরে চলে রেল অবরোধ। ফলে যা হওয়ার তাই হল, মেইন লাইনে রেল চলাচল অনেকটাই ব্যহত তো হলই, সাথে চরম দুর্ভোগের শিকার হতে হল অফিস আদালতের নিত্যযাত্রীদের।

এদিন এই ঘটনার প্রতিবাদে রাস্তায় শুয়ে পড়লেন একদা ভাটপাড়া বিধায়ক এবং বর্তমানে বিজেপির দলীয় নেতা অর্জুন সিং। তার আগের দিনই ভাটপাড়ায় এক তৃণমূলের কাউন্সিলার-এর উপর বিজেপি মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ তোলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিনের এই ঘটনাটি তিনি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবেন বলে জানান সংবাদমাধ্যমকে।

বিশেষ আবেদন ঃ

আমরা আরও চমকপ্রদ খবরের সম্ভার নিয়ে হাজির আপনাদের কাছে। তাই নানা ধরনের সত্যনিষ্ঠ খবরের নিত্য নতুন আপডেট পেতে হলে জুরে থাকুন আমাদের সাথে, আর চোখ রাখুন আমাদের ডিজিটাল মিডিয়ার পাতায় এবং অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে। “Highlight News Express, জনগণের সাথে, জনগণের পাশে”

Advertisements

Leave a Reply