শুরু হয়ে গেছে রামধনু-র হেঁশেল

HnExpress দেবাশিস রায়, হালিশহর :
বহু আকাঙ্খিত রামধনু-র হেঁশেল এর গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন শুরু হয়ে গেছে। গত রবিবার, ৯ সেপ্টেম্বর হালিশহর চৌমাথা বাজার এলাকায় রামধনু কার্যালয়ের পাশে এই হেঁশেলের শুভ সূচনা হয়। ফিতে কেটে হেঁশেলের দ্বারোদ্ঘাটন করেন ভাটপাড়ার বিধায়ক তথা পুরপ্রধান অর্জুন সিং। প্রতিদিন হেঁশেলে ১০০ জন দুঃস্থ সহনাগরিকদের পেট ভরে একবেলার খাবার দেওয়া হচ্ছে। শুরুতে তা একমাসের জন্য ঠিক হলেও এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও সংগঠনের সদস্যদের সহযোগিতায় তা মাসতিনেক পর্যন্ত বর্ধিত হয়েছে বলে জানা গেছে।
সংগঠনের কর্ণধার যুবনেতা সুদীপ্ত দাস জানিয়েছেন, শুধু হালিশহর নয়, সারা বীজপুরবাসীর সহযোগিতা পেলে এই হেঁশেল বছরভর করার পরিকল্পনা রয়েছে আমাদের। পাশাপাশি তিনি সরকারি সাহায্যের জন্যও আবেদন জানিয়েছেন। যদি তা পাওয়া যায়, তবে সারাজীবন তিনি এই ধরনের সহনাগরিকদের পাশে থাকবেন। তিনি আরও জানান, রোজ সকাল ৯টা থেকে ১০০ কুপন বিলি করা হচ্ছে। দুপুর ১২টা থেকে খাওয়াদাওয়ার পর্ব শুরু হয়।
সূচনা পর্বের অনুষ্ঠানে হাজির ছিলেন হালিশহর-কাঁচরাপাড়ার বহু তৃণমূল নেতা-কর্মীরা।