শুরু হল হৃদরোগ-চর্চার দু’দিনের সম্মেলন
HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : এ দেশে হৃদরোগীর সংখ্যা বাড়ছে। ৫০ বছর বা তার উর্দ্ধের লোকেদের প্রায় অর্ধেক হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। চল্লিশোর্দ্ধদের ক্ষেত্রে এই আক্রান্তের শতাংশ ৪০-এর মত। শনিবার কলকাতায় এই তথ্য জানালেন বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক অঞ্জনলাল দত্ত। আজ দু‘দিনের এক সম্মেলন শুরু হয় সোসাইটি ফর কার্ডিয়াক ইন্টারভেনশনসের ১০ম বার্ষিক সম্মেলন হিসাবে। সম্মেলনে আলোচনা চক্রের চেয়ারম্যানের ভাষণপ্রসঙ্গে তিনি এই কথা বলেন।
বিশিষ্ট চিকিৎসক মনতোষ পাঁজা, সরোজ মন্ডল, প্রকাশ মন্ডল প্রমুখ এ দিন সাংবাদিকদের বলেন, এই অনিশ্চিত অবস্থা থেকে অপেক্ষাকৃত নিষ্কৃতি পেতে গর্ভাবস্থা থেকেই শিশুর যত্ন নিতে হবে। এর পর প্রাত্যহিক জীবনাচারণে হতে হবে সংযত। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ধূমপান থেকে দূরে থাকা, কার্বোহাইড্রেট বর্জন, পর্যাপ্ত শাকসব্জি এবং প্রাকৃতিক ফল খাওয়া প্রভৃতির ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন “ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনে”-র ভাইস প্রেসিডেন্ট রমাকান্ত দাভে। ছিলেন বিকাশ মজুমদারের মত চিকিৎসকেরা। হৃদরোগের নানা দিক নিয়ে তাঁরা আলোচনা ও চর্চা করছেন। দু‘দিনের আলোচনা বিভিন্ন ভাগে বিভক্ত।
আলোচনায় অশোক কুমার দত্ত, সুব্রত লাহিড়ি, গৌরাঙ্গ সরকার, কুণাল ভট্টাচার্য এর মত প্রথম সারির ১৫ জন হৃদরোগ বিশেষজ্ঞ সিডি প্রেজেন্টেশন দেন ‘আমার বছরের সেরা কেস‘ শিরোনামে। বাংলাদেশের দুই চিকিৎসক ফাজিলা মালিক এবং নাম মোমেনাজ্জুমান ’লাইভ কেস’ দেখান।