শুরু হয়ে গেল “রামধনু”-র সপ্তাহব্যাপী রক্তদান শিবির এর কার্যক্রম
HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : বছরভর নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মের সঙ্গে যুক্ত থাকে হালিশহরের “রামধনু”। তারই অঙ্গ হিসেবে এবার তাঁদের অভিনব প্রয়াস সপ্তাহব্যাপী রক্তদান শিবির। যা বীজপুরের মাটিতে এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। আজ ৩রা সেপ্টেম্বর, সোমবার নিউ কলোনিতে অনুষ্ঠিত এই শিবিরের শুভ সূচনা করলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। হাজির ছিলেন বীজপুরের অন্যান্য নেতা-নেত্রীরাও। সংস্থার কর্ণধার সুদীপ্ত দাস HnExpress এর সংবাদ মাধ্যমকে জানান, এদিন পুরুষ-মহিলা মিলিয়ে মোট ১০০ জন রক্ত দান করেছেন। প্রসঙ্গত, আগামী ৬ দিন ধরে বীজপুরের বিভিন্ন প্রান্তে চলবে এই রক্তদান কর্মসূচি। আর আরেকদিকে ৯ই সেপ্টেম্বর থেকে শুরু হবে রামধনু-র হেঁসেল। যেখানে প্রতিদিন ১০০ জন দুঃস্থ মানুষকে পেটপুরে খেতে দেওয়া হবে। এই মহান কর্মসূচিতে বীজপুরের বহু শুভবুদ্ধিসম্পন্ন মানুষও সামিল হয়েছে বলে সুদীপ্তবাবু জানান।